২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা বলছে কর্তৃপক্ষ


বিডি ক্যাম্পাস


বিডি-ক্যাম্পাস ডেস্কঃ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরবর্তী ধাপের পরীক্ষা কবে শুরু হবে, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। আর ক্লাস শুরু হবে আগস্টের প্রথম দিকে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন মঙ্গলবার (৬ জুলাই) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ৯৭ দশমিক ১২ শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না।

তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন বন্ধ হলেই ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। সুযোগ পেলেই এ কার্যক্রম শেষ করে ক্লাস শুরুর পরিকল্পনা করছেন তারা। আগামী ১ আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা আছে তাদের। সে অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।

পরে প্রকাশিত পূর্বে প্রকাশিত
No Comment
Add Comment
comment url