১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল অক্টোবরেই

এনটিআরসিএ  - ফাইল ছবি



শিক্ষা ডেস্ক, ঢাকাঃ ১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল এই মাসের শেষের দিকে বা আগামী অক্টোবরের শুরুতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) প্রকাশ করবে। আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকে ভাইভা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক সাংবাদিকদের বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিয়মানুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না।

আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি। পরীক্ষক-প্রধান পরীক্ষকরা খাতা যাচাই-বাছাই করে জমা দিচ্ছেন। আমরা লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে চাই। আমরা লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর অক্টোবর থেকে ভাইভা শুরু করতে চাই।

এদিকে এনটিআরসিএর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা চূড়ান্ত ফলাফলের পর শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। গড় পাসের হার ৩৫.৮০ শতাংশ। স্কুল-কলেজ পর্যায়ে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী।

গত ১২ ও ১৩ জুলাই প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৩ লাখ ৫০ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।
পরে প্রকাশিত পূর্বে প্রকাশিত
No Comment
Add Comment
comment url