মাধ্যমিকের শিক্ষকদের জাতীয়করণে স্মারকলিপি প্রদান
শিক্ষা ডেস্ক ঃ
জেলার আক্কেলপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষক নিয়োগ বন্ধ ও সরকার গঠনের দাবিতে মানববন্ধন করে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা। শিক্ষা সংস্কার কমিশনের।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুই শতাধিক শিক্ষক তাদের দাবি আদায়ে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অবস্থান নেন। মানববন্ধনে সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, মাধ্যমিক পর্যায়ের ৯৭ শতাংশ প্রতিষ্ঠানই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান জাতীয়করণ করা খুবই জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ড পরীক্ষা; তবে সরকারি ও বেসরকারি নামে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। শিক্ষার মান উন্নয়নে এটি প্রধান বাধা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ শিক্ষার সকল স্টেকহোল্ডারের অত্যাবশ্যক দাবি। শিক্ষা বিভাগের দুটি গুরুত্বপূর্ণ বিষয় একাডেমিক ও প্রশাসনিক।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, গোপীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম অপুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কাশিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, একই পদে কর্মরত থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি নাম ব্যবহার করে আর্থিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বাড়ি ভাড়া কিন্তু এই টাকায় ২৫ শতাংশ বোনাস দেওয়া হয়, যা দিয়ে আমরা সব বৈষম্য দূর করতে পারি দাবিতে স্কুল ও সড়কে মানববন্ধন করেছে।
সোনামুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষায় চরম বৈষম্য বিরাজ করছে। শিক্ষার অগ্রগতি এবং সকল বৈষম্য দূর করার একমাত্র সমাধান জাতীয়করণ। আমরা সীমিত সংখ্যক শিক্ষক নিয়ে ক্লাস খোলা রেখে দাবি আদায়ে মানববন্ধন করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মাধ্যমিক স্তরে বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি দেন। আমরা স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।