নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিকের ভর্তি যেভাবে হবে


স্কুলে ভর্তি - ফাইল ছবি


শিক্ষা ডেস্ক, ঢাকাঃ
বিগত সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার পূর্বে সমালোচিত শিক্ষাব্যবস্থা বাতিল করে। নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পদ্ধতিতে কোনো পরিবর্তন হবে কি না, তা নিয়ে সন্দেহে ছিলেন অভিভাবক-শিক্ষার্থীরা। তবে এ বছরও লটারির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলবে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাধ্যমিক বিভাগ-১) অতিরিক্ত সচিব খ এম কবিরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোও আগামী শিক্ষাবর্ষে (২০২৫) লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশির) আওতাধীন বিদ্যালয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতি বছর বছরের শেষে আসে এবং পরের বছর ভর্তি প্রক্রিয়া হয়। 

ভর্তির পর জানুয়ারিতে ক্লাস শুরু হয়। 

আগে শুধু লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি করা হতো। 
কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর একই প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য নির্বাচন করা হয়।
পরে প্রকাশিত পূর্বে প্রকাশিত
No Comment
Add Comment
comment url